চাঁপাইনবাবগঞ্জে চেয়ারম্যানদের আলোচনা সভা

প্রকাশিত: মে ৯, ২০১৯; সময়: ৫:১০ pm |

নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : শপথ নেবার পর প্রথম বারেরমত সংসদ সদস্য হারুনুর রশীদ চাঁপাইনবাবগঞ্জে বৃহস্পতিবার সদর উপজেলা পরিষদে আলোচনা সভায় যোগ দেন। উপজেলা পরিষদ চেয়ারম্যান ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদের সাথে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সদর উপজেলা পরিষদের আয়োজনে সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় সভাটি।

হারুনুর রশীদ এমপি দুপুরে উপজেলা চত্বরে পোঁছালে ফুলেল শুভেচ্ছা জানান, ইউএনও মো. আলমগীর হোসেন, পরিষদ চেয়ারম্যান মো. মোখলেসুর রহমান। প্রধান অতিথির বক্তব্যে হারুনুর রশীদ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদের বিভিন্ন দিকনির্দেশনা দেন। জনগণের কল্যাণে তিনি সকলকে একত্রে কাজ করার আহবান জানান।

আলোচনা সভায় উপস্থিত ছিলেন, ভাইস চেয়ারম্যান মাওলানা সোহরাব হোসেন, সদর মডেল থানার অফিসার ইনচার্জ মো. জিয়াউর রহমান পিপিএম, চেয়ারম্যান এজাবুল হক বুলি, চেয়ারম্যান মহসীন আলী, চেয়ারম্যান কামরুল হাসান কামাল, চেয়ারম্যান তসিকুল ইসলাম তসিসহ মহিলা ওয়ার্ড সদস্যবৃন্দ।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
topউপরে