ধামইরহাটে হাসপাতালে নতুন এ্যাম্বুলেন্সের চাবি হস্তান্তর
প্রকাশিত: মে ৯, ২০১৯; সময়: ৫:০২ pm |
খবর > আঞ্চলিক
নিজস্ব প্রতিবেদক, ধামইরহাট : নওগাঁর ধামইরহাটে বহুল প্রতিক্ষিত এ্যামবুলেন্স হস্তান্তর করা হয়েছে। ৯ মে বেলা ১১ টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাসপাতাল সুষ্ঠু ব্যবস্থাপনা কমিটির নির্ধারিত বৈঠক শেষে এ্যামবুলেন্সটি হস্তান্তর করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রনালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি শহীদুজ্জামান সরকার এম.পি।
এ সময় উপজেলা চেয়ারম্যান মো. আজাহার আলী, ভাইস চেয়ারম্যান সোহেল রানা, সাবিনা এক্কা, ইউএনও গনপতি রায়, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আতাউর রহমান, মেডিকেল অফিসার আরাফাত ইমাম, কাউন্সিলর মুক্তাদিরুল হক, ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান, উপজেলা প্রেস ক্লাব সভাপতি আবু মুছা স্বপন, সম্পাদক মেহেদী হাসান, সাংবাদিক ইমতিয়াজ আহম্মেদসহ হাসপাতালের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।