বাগমারায় নির্বাচিত চেয়ারম্যান-ভাইস চেয়ারম্যানদের দায়িত্বভার গ্রহণ

প্রকাশিত: মে ৯, ২০১৯; সময়: ৪:৫৭ pm |

নিজস্ব প্রতিবেদক, বাগমারা : রাজশাহীর বাগমারায় অনুষ্ঠিতব্য ৫ম উপজেলা পরিষদ নির্বাচনে নির্বাচিতদের দায়িত্বভার প্রদান করা হয়েছে। দায়িত্বভার প্রদান উপলক্ষে বৃহস্পতিবার বেলা ১০ টার দিকে উপজেলা পরিষদের সভাকক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আগামী ৫ বছর সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের লক্ষ্যে চেয়ারম্যান হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন অনলি কুমার সরকার।

এদিকে ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন আসাদুজ্জামান আসাদ এবং মহিলা ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন মমতাজ আক্তার বেবী।

উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকিউল ইসলাম নির্বাচিতদের হাতে উপজেলা পরিষদের দায়িত্বভার তুলে দেন। দায়িত্বভার প্রদান কালে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের প্রধান, বিভিন্ন ইউনিয়নের চেয়াররম্যান, রাজনৈতিক নেতৃবৃন্দ সহ সুশিল সমাজের গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যানগণ নিজ নিজ দপ্তর বুঝে নেন। দায়িত্বভার গ্রহণ শেষে উপজেলা চেয়ারম্যান অনিল কুমার সরকার বলেন, বাগমারা উপজেলা হবে অনিয়ম, ঘুষ-দুর্নীতি, সন্ত্রাস, মাদক মুক্ত।

বাগমারা হবে দেশের মধ্যে শ্রেষ্ঠ উপজেলা। তিনি আরো বলেন, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে যে ভাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাজ করে চলেছে সে ভাবেই সকল উন্নয়ন নিশ্চিত করা হবে।

বাগমারা আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হকের হাত ধরে এগিয়ে চলেছে বাগমারার উন্নয়ন সেই উন্নয়নকে তরান্মিত করতে উপজেলা প্রশাসনের সবাইকে সাথে নিয়ে কাজ করে যাবো।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
topউপরে