রাণীনগরে গম সংগ্রহের উদ্বোধন
প্রকাশিত: মে ৯, ২০১৯; সময়: ৩:৩১ pm |
খবর > আঞ্চলিক
নিজস্ব প্রতিবেদক, রাণীনগর : নওগাঁর রাণীনগরে সরকারীভাব চলতি মৌসুমে অভ্যন্তরীন গম সংগ্রহের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০ টায় খাদ্য গুদামে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা আল মামুন। এসময় উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা সিরাজুল ইসলাম,কৃষি কর্মকর্তা শহিদুল ইসলামসহ অন্যান্য কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন।
খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা শরিফুল ইসলাম জানান,চলতি মৌসুমে রাণীনগর উপজেলায় সরাসরি কৃষকদের নিকট থেকে ২৮ টাকা কেজি দরে ৯৪ মেট্রিকটন গম সংগ্রহ করা হবে। একার্যক্রম গত ১ এপ্রিল থেকে শুরু হয়ে আগামী ৩০ জুন পর্যন্ত চলবে বলে জানিয়েছেন তিনি।