পরীক্ষায় ভালো ফলাফল করায় একদিনের পুলিশ কমিশনার হলেন তরুণী

প্রকাশিত: মে ৯, ২০১৯; সময়: ৩:০৪ pm |
পরীক্ষায় ভালো ফলাফল করায় একদিনের পুলিশ কমিশনার হলেন তরুণী

পদ্মাটাইমস ডেস্ক : এক দিনের জন্য পুলিশ কমিশনার (ডিসি) হলেন এক তরুণী। বাংলাদেশে উচ্চ মাধ্যমিক পরীক্ষা এইচএসসির মতো ভারতের দ্বাদশ শ্রেণি সমাপনী পরীক্ষা আইএসসি। আইএসসিতে ভালো ফল করায় পুরস্কার হিসেবে তাকে এই দায়িত্ব দেওয়া হয়।

ভারতীয় গণমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, এক দিনের জন্য ডিসি হওয়া ওই তরুণীর নাম রিচা সিংহ। তিনি ভারতের লালবাগের গড়িয়াহাট থানার অতিরিক্ত ওসি রাকেশ সিংহের মেয়ে। গতকাল বুধবার ডিসির দায়িত্ব পালন করে রিচি।

ভারতে চলতি বছর আইএসসি পরীক্ষায় রিচা ৯৯ দশমিক ২৫ শতাংশ পেয়ে সারা দেশের মধ্যে চতুর্থ হয়েছেন। পুলিশ কন্যার এই সাফল্যে খুশি হয়ে পুলিশ কমিশনার তাকে এক দিনের ডিসি হওয়ার প্রস্তাব দেন।

ডিসির দায়িত্ব নিয়ে বাবাকে এ দিন তাড়াতাড়ি অফিস থেকে বাড়ি ফেরার নির্দেশ দেন রিচা। মেয়ের নিরাপত্তারক্ষী হয়ে দায়িত্বও পালন করেন তিনি।

রাকেশ বলেন, ‘এটা অন্যরকম এক অনুভূতি। মেয়ে ভালো ফল করায় পুলিশ পরিবার যেভাবে আপন করে নিয়েছে, তা ভাবা যায় না।’

রিচা এক দিনের জন্য যে ডিসির চেয়ারে বসেছিলেন সেই ডিসি কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, ‘রিচার মতো মেধাবী ছাত্রীদের আমরা সাধুবাদ জানাই। পুলিশ পরিবারে তাদের মতো মেধাবীদের অনেক প্রয়োজন।’

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে