পবার হড়গ্রাম ইউনিয়নের উন্মুক্ত বাজেট ঘোষণা

প্রকাশিত: মে ৯, ২০১৯; সময়: ৩:১৪ pm |
পবার হড়গ্রাম ইউনিয়নের উন্মুক্ত বাজেট ঘোষণা

নিজস্ব প্রতিবেদক : রাজশাহীর পবার হড়গ্রাম ইউনিয়নের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। এই ইউনিয়নের সম্ভাব্য আয় ধরা হয়েছে এক কোটি ৪১ লাখ ৯০ হাজার ১৩৩ টাকা, ব্যয় ধরা হয় এক কোটি ৪০ লাখ ৮৩ হাজার ১৩৩ টাকা এবং উদ্বৃত্ত রাখা হয়েছে এক লাখ সাত হাজার টাকা।

বৃহস্পতিবার ইউনিয়ন চত্বরে ইউপি’র চেয়ারম্যান আবুল কালাম আজাদের সভাপতিত্বে এ বাজেট সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন পবা উপজেলা ভারপ্রাপ্ত চেয়ারম্যান বেগম খায়রুন্নেসা। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান এসএম আশরাফুল হক তোতা, কাশিয়াডাঙ্গা কলেজের অধ্যক্ষ গোলাম গাওস, হড়গ্রাম ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আবুল কালাম আজাদ।

বাজেট উপস্থাপন করেন হড়গ্রাম ইউপি’র সচিব হুমায়ুন কবির। সভাপতি পরিচালনা করেন ইউপি’র সদস্য মাইনুল ইসলাম। উপস্থিত ছিলেন ইউপি’র সদস্য দুলাল হাসান, আনোয়ার হোসেন, আকরাম আলী, সিরাজুল ইসলাম, ইউসুফ আলী, শুকুর আলী, তাজমিরুল রহমান তোতা, আবেদ আলী, সেলিনা বেগম, রুপালী বেগম, জলি আক্তারসহ এলাকার শিক্ষক, ইমাম ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
topউপরে