সোনামসজিদে চেক জালিয়াতি মামলায় গ্রেপ্তার ২

প্রকাশিত: মে ৯, ২০১৯; সময়: ২:২৮ pm |
সোনামসজিদে চেক জালিয়াতি মামলায় গ্রেপ্তার ২

নিজস্ব প্রতিবেদক, শিবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর এলাকা থেকে চেক জালিয়াতি মামলায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হল- সোনামসজিদ বালিয়াদিঘির আইনুল হকের ছেলে মিজানুর রহমান (২৮) ও একই এলাকার মৃত মামলত আলীর ছেলে খাইরুল ইসলাম (৫০)।

শিবগঞ্জ থানার এএসআই আবদুস শুকুর জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাত সাড়ে ১০টার দিকে সোনামসজিদ স্থলবন্দর তালপট্টি এলাকা থেকে চেক জালিয়াতি মামলায় মিজানুর ও খাইরুলকে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে শিবগঞ্জ থানায় চেক জালিয়াতি সিআর ১৬সি/১৯ (শিব) ও ০৮সি/১৯ (শিব) মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। বৃহস্পতিবার সকালে গ্রেপ্তারকৃত দুজনকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে