পোরশার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মতবিনিময় সভা
নিজস্ব প্রতিবেদক, পোরশা : নওগাঁর পোরশা উপজেলা কৃষি সম্পসারন অধিদপ্তরের আয়োজনে নিরাপদ আম উৎপাদন ও বাজারজাত করন নিশ্চিতের জন্য এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আমচাষী, আড়ৎদার, ব্যবসায়ী, সাংবাদিক, ভোক্তা ও সুধিজনদের নিয়ে বৃহস্পতিবার উপজেলা হলরুমে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন ইউএনও নাজমুল হামিদ রেজা।
কৃষি কর্মকর্তা মাহফুজ আলমের উপস্থাপনায় বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান কাজিবুল ইসলাম, সহকারী কমিশনার(ভূমি) সোহরাব হোসেন, নিতপুর ইউপি চেয়ারম্যান আবুল কালাম শাহ, আম সমিতির সভাপতি আব্দুছ সামাদ শাহ, আম বাগান মালিক আবু সাইদ শাহ ও হুমায়ন কবির ।
এসময় উপজেলা খাদ্য কর্মকর্তা শওকত জামিল প্রধান, এলজিইডি প্রকৌশলী মাহফুজার রহমান, প্রেস ক্লাব সভাপতি হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক এম রইচ উদ্দিন, সহ-সভাপতি কামরুজ্জামান, সদস্য আমির উদ্দিন সহ আম ব্যবসায়ী ও ভোক্তাগন উপস্থিত ছিলেন।