শিবগঞ্জে অর্থ আত্মসাতের অভিযোগে স্বাস্থ্য কর্মকর্তা অবরুদ্ধ
নিজস্ব প্রতিবেদক, শিবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ভিটামিন এ ক্যাম্পেইনের প্রায় সাড়ে ৩ লাখ টাকা আত্মসাতের অভিযোগে উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা-টিএইচও জাহাঙ্গীর হোসেনকে হাসপাতাল চত্বরে অবরুদ্ধ করে রাখে স্বাস্থ্যকর্মীরা। এ সময় বিভিন্ন ইউনিয়নের ভলেনটিয়ার, স্বাস্থ্যকর্মী ও সুপারভাইজাররা বিক্ষোভ করে টাকা পরিশোধের দাবিতে শ্লোগান দিতে থাকে।
এদিকে বরাদ্দকৃত প্রাপ্ত টাকা পরিশোধের দাবিতে বুধবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য সহকারী, সহকারী স্বাস্থ্য পরিদর্শক, স্বাস্থ্য পরিদর্শক, এমটিইপিআইয়ের ব্যানারে হাসপাতালে সামনে ঘণ্টব্যাপি মানববন্ধন করেন তারা। মানববন্ধনে স্বাস্থ্য সহকারী ও স্বাস্থ্য পরিদর্শকরা টাকা পরিশোধের দাবিতে বক্তৃতা করেন। এরআগে মঙ্গলবার রাতে টিএইচও কার্যালয়ে আসার খবর ছড়িয়ে পড়লে তাঁকে অবরুদ্ধ করেন। গত জানুয়ারী মাসে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের বরাদ্দকৃত টাকা না পেলে আসন্ন জুনের কর্মসূচিতে তারা অংশ নেবেন না বলে হুশিয়ারি দেন। এ সময় টিএইচও’র বিভিন্ন অপকর্মের দায়ে তাকে চাকুরিচ্যুত করারও দাবি জানান বিক্ষুব্ধকারীরা।
পরে গণমাধ্যমকর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হলে তিনি বুধবার দুপুরে টাকা ফেরত দেয়ার আশ্বাস দেন। এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত মেডিক্যাল টেকনোলজিষ্ট কামরুজ্জামান জানান, গেল জানুয়ারী মাসে সারা দেশের ন্যায় শিবগঞ্জেও জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনে ৭৭৬ জন ভলেনটিয়ার, ১৪৪ জন স্বাস্থ্যকর্মী ও ৪৮ জন সুপারভাইজার অংশ নেয়। কিন্তু তাদের বরাদ্দৃকত ৩ লাখ ৪৯ হাজার ৮৬০ টাকা গত ২১ এপ্রিল টিএইচও উত্তোলন করে আত্মসাত করে। তবে টিএইচও জাহাঙ্গীর হোসেন টাকা উত্তোলনের কথা স্বীকার করলেও আত্মসাতের কথা অস্বীকার করেন। তিনি জানান, উত্তোলনকৃত টাকা অন্য একটি ফান্ডে জমা রয়েছে। সময়মত টাকা বুঝিয়ে দিবেন বলে জানান।