শিলা শিক্ষক হতে চায়

প্রকাশিত: ০৮-০৫-২০১৯, সময়: ১৬:৫০ |
Share This

নিজস্ব প্রতিবেদক, নাটোর : দারিদ্রতার সাথে যুদ্ধ করে এবার এসএসসি পরীক্ষায় এ প্লাস পেয়ে উত্তীর্ণ হয়েছে নাটোরের আগদিঘা গ্রামের শিলা রানী। ৫ বোনে মধ্যে সে চতুর্থ। বাবা আনন্দ প্রামনিক ও মা শান্তি রানী দুজনাই দীর্ঘদিন ধরে অসুস্থ। প্রতিবেশী ও স্বজনদের সহায়তায় চলে তাদের সংসার।

সহপাঠি ও স্কুল শিক্ষক এবং গ্রামের হৃদয়বানদের সহায়তায় স্কুলের খরচ যোগান হয়েছে। শিলা রানীর ইচ্ছা লেখাপড়া করে শিক্ষক হওয়ার। এখন কলেজে ভর্তি হবে কিভাবে তা নিয়ে দুশ্চিায় রয়েছে সে। বিত্তবানদের সহায়তা ছাড়া তার লেখাপড়া ইচ্ছা স্বপ্ন ভেস্তে যাবে বলে মনে করছে সে।

আগদিঘা উচ্চ বিদ্যালয়ের সাবেক সহকারী শিক্ষক আজিজুল ইসলাম বলেন, শিলার বাবা-মা দুজনায় অসুস্থ। শিলার লেখাপড়া করার ইচ্ছা প্রকট। যে খানে প্রতিবেশীদের সহায়তায় চলে তাদের সংসার ,সেখানে তার উচ্চ শিক্ষা গ্রহন বাধা গ্রস্থ হওয়ার সম্ভাবনা বেশী। যদি বৃত্তবানরা শিলার সহায়তা হাত বাড়িয়ে দেন ,তবেই তার লেখাপড়া হবে । তিনি বৃত্তবানদের দৃষ্টি আকর্ষন করেন শিলাকে সহায়তা করার জন্য।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
উপরে