ফখরুলের আসনে ভোট ২৪ জুন

প্রকাশিত: মে ৮, ২০১৯; সময়: ৩:৩১ pm |
ফখরুলের আসনে ভোট ২৪ জুন

পদ্মাটাইমস ডেস্ক : বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের আসনে (বগুড়া ৬) আগামী ২৪ জুন ভোট অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।

বুধবার দুপুরে নির্বাচন কমিশনে সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন কমিশন সচিব হেলালউদ্দিন আহমেদ।

তিনি জানান, নির্বাচনে মনোনয়ন দাখিলের শেষ সময় ২৩ মে। মনোনয়ন বাছাই ২৭ মে। মনোনয়ন প্রত্যাহার ৩ জুন ও প্রতীক বরাদ্দ হবে ৪ জুন। ওই দিন সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ভোট অনুষ্ঠিত হবে। ভোট নেওয়া হবে ইভিএমের মাধ্যমে।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে