চারঘাট উপজেলা পরিষদের সাধারণ সভা
নিজস্ব প্রতিবেদক, চারঘাট : রাজশাহীর চারঘাট উপজেলা পরিষদে নবনির্বাচিত চেয়ারম্যান আলহাজ্ব ফকরুল ইসলাম দায়িত্ব গ্রহনের পর পরিষদের এই প্রথম সাধারন সভা অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার বিকেলে উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব ফকরুল ইসলামের সভাপতিত্বে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এসভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও উপজেলার ৬ টি ইউনিয়নের চেয়ারম্যানগন সভায় উপস্থিত থেকে উপজেলার বিভিন্ন সমস্যাগুলো চিহ্নিত করেন এবং তা দ্রুত সমধান করা হবে বলে আশ্বাস দেন উপজেলা চেয়ারম্যান।
এসময় অন্যাদেও মধ্যে বক্তব্য দেন, ইউএনও মুহাম্মদ নাজমুল হক, উপজেলা প্রকৌশলী মকবুল হোসেন, উপজেলা স্বাস্থ্য পঃপঃ কর্মকর্তা হাবিবুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা মনজুর রহমান, মডেল থানার অফিসার ইনর্চাজ নজরুল ইসলাম।
এছাড়া অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান গোলাম কিবরিয়া বিল্পব, মহিলা ভাইস চেয়ারম্যান তাজমিরা খাতুন, সরদহ ইউপি চেয়ারম্যান আলহাজ্ব হাসানুজ্জামান মধু,শলুয়া ইউপি চেয়ারম্যান জিয়াউল হক মাসুম ও এনজিও প্রতিনিধিগণ।
সবশেষে গোপন ব্যালট মাধ্যমে ৯ জন ভোটার মধ্যে মহিলা ভাইস চেয়ারম্যান তাজমিরা খাতুন ৬ ভোট পেয়ে উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দী ভাইস চেয়ারম্যান গোলাম কিবরিয়া বিল্পব ২ ভোট পেয়েছেন।