শিবগঞ্জে নদীতে ডুবে কলেজ ছাত্রের মৃত্যু

প্রকাশিত: মে ৭, ২০১৯; সময়: ১১:৫৯ pm |
শিবগঞ্জে নদীতে ডুবে কলেজ ছাত্রের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, শিবগঞ্জ (বগুড়া) : বগুড়ার শিবগঞ্জে আজিজুল হক কলেজের বিবিএ (অনার্স) কোর্সের ১ম বর্ষের মেধাবী ছাত্র বিপ্লব (২০) গাংনাইন নদীতে ডুবে মর্মান্তিক ভাবে মৃত্যুবরণ করেছেন।

স্থানীয় জনগন ও প্রশাসন সূত্রে জানা যায়, শিবগঞ্জ উপজেলার বিহার ইউনিয়নের নাটমরিচাই গ্রামে কৃষক জুলহাস হোসেনের ছেলে বগুড়া আজিজুল হক কলেজের বিবিএ (অনার্স) ১ম বর্ষের মেধাবী ছাত্র মঙ্গলবার সকাল আনুমানিক ৭টার দিকে তার পিতার সঙ্গে জমিতে শসা তুলতে গিয়ে নদী পার হয়ে বাড়ি ফেরার পথে নদীতে ডুবে মর্মান্তিক ভাবে তার মৃত্যু ঘটে।

এ ব্যাপারে অত্র ওয়ার্ডের ইউপি সদস্য সায়েদ আলী বলেন, ওই কলেজ ছাত্র সাঁতার না জানায় পানিতে ডুবে মৃত্যু হয়েছে।

তার মৃত্যুর সংবাদ পেয়ে আজিজুল হক কলেজের বিভাগীয় প্রধান (হিসাব বিজ্ঞান) প্রফেসর সিরাজুল ইসলাম ও নিহত বিপ্লবের সহপাঠিরা তার গ্রামের বাড়িতে এসে বিপ্লবের পরিবারকে শান্তনা দেন। বাদ আছর জানাযা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। স্থানীয় প্রশাসন সাতার না জানার কারণে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। এ ঘটনায় গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

উক্ত মর্মান্তিক ঘটনায় শোক জানিয়ে বিবৃতি দিয়েছেন, শিবগঞ্জ টিচার্স ক্লাবের সভাপতি মোকছেদুর রহমান দুলু, জাতীয় সাংবাদিক কল্যান ফাউন্ডেশন বগুড়া জেলার সাংগঠনিক সম্পাদক ও শিবগঞ্জ উপজেলার সভাপতি সাংবাদিক রবিউল ইসলাম রবি, শিবগঞ্জ উপজেলা জেএসকেএফ এর সাধারণ সম্পাদক সাংবাদিক জিএম মিজান, সাংগঠনিক সম্পাদক ইমরানুল হকসহ জেএসকেএফ শিবগঞ্জের সকল নেতৃবৃন্দ।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে