মান্দায় ভ্রাম্যমান আদালতের অভিযানে দেড় লক্ষাধিক টাকা জরিমানা

প্রকাশিত: মে ৭, ২০১৯; সময়: ৫:৫৪ pm |
মান্দায় ভ্রাম্যমান আদালতের অভিযানে দেড় লক্ষাধিক টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক, মান্দা : নওগাঁর মান্দায় তিনটি ইটভাটায় অভিযান চালিয়ে দেড় লাখ টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমান আদালত। এছাড়া বাজার তদারকি অভিযানে আরও ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। মঙ্গলবার দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারি কমিশনার (ভূমি) এসএম হাবিবুল হাসান এ অভিযানের নেতৃত্ব দেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট এসএম হাবিবুল হাসান জানান, শিক্ষাপ্রতিষ্ঠান সংলগ্ন এক কিলোমিটারের মধ্যে ইটভাটা স্থাপনের অভিযোগে মেসার্স শাপলা ব্রিকস-১ ও মেসার্স শাপলা ব্রিকস-২ এর মালিক আলহাজ্ব শহিদুল ইসলামের এক লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে। এছাড়া একই অভিযোগে সীমানা ব্রিকস এর মালিক হাবিবুর রহমানের জরিমানা করা হয়েছে ৫০ হাজার টাকা।

অন্যদিকে প্রসাদপুর বাজারে নিষিদ্ধ পলিথিন মজুদ ও বিক্রির দায়ে হাজী ষ্টোরের মালিক ফজলুল হককে ৪ হাজার টাকা ও কাজি ট্রেডার্সকে ৩ হাজার টাকা জরিমানাসহ ১শ কেজি পলিথিন জব্দ করা হয়েছে। এছাড়া মূল্য তালিকা না টাঙানোর অপরাধে ভাই ভাই ভ্যারাইটি ষ্টোরকে ২ হাজার ও মালেক ষ্টোরকে ১ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

এসময় পরিবেশ অধিদপ্তর বগুড়ার পরিদর্শক মকবুল হোসেন, মান্দা থানার উপপরিদর্শক সাইফুল ইসলাম উপস্থিত ছিলেন।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে