রাজশাহীতে মাদকদ্রব্য উদ্ধারসহ আটক ৩৯

প্রকাশিত: মে ৭, ২০১৯; সময়: ৫:৪৯ pm |
রাজশাহীতে মাদকদ্রব্য উদ্ধারসহ আটক ৩৯

নিজস্ব প্রতিবেদক : রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অভিযানে মোট ৩৯ জনকে আটক করা হয়েছে। সোমবার সকাল থেকে মঙ্গলবার ভোর পর্যন্ত ২৪ ঘন্টায় রাজশাহী মহানগরীর থানা ও ডিবি পুলিশ মহানগরীর বিভিন্নস্থানে অভিযান চালিয়ে এদের আটক করা হয়।

আরএমপি অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদর) গোলাম রুহুল কুদ্দুস স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।

আটককৃতদের মধ্যে বোয়ালিয়া মডেল থানা ১২ জন, রাজপাড়া থানা ৬ জন, চন্দ্রিমা থানা ৩ জন, মতিহার থানা ৩ জন, কাটাখালি থানা ২ জন, শাহমখদুম থানা ১ জন, পবা থানা ১ জন, কাশিয়াডাঙ্গা থানা ৭ জন, কর্ণহার থানা ১ জন, দামকুড়া থানা ১ জন ও ডিবি পুলিশ ২ জনকে আটক করে।

যার মধ্যে ১১ জন ওয়ারেন্টভূক্ত আসামী, ১৩ জনকে মাদকদ্রব্যসহ ও অন্যান্য অপরাধে ১৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বোয়ালিয়া মডেল থানা পুলিশ শফিকুল ইসলাম বাকি(৪০) কে ২৭ গ্রাম হেরোইনসহ, আলিফ (২৭) কে ৬ গ্রাম হেরোইনসহ, তাসলিমা (৪০) কে ২০ পিস ইয়াবাসহ, সামসুন নাহার (৪৭)কে ৩ গ্রাম হেরোইনসহ আটক করে।

মতিহার থানা পুলিশ গোলেজান@গোলে কে ১ গ্রাম হেরোইনসহ আটক করে। কাশিয়াডাঙ্গা থানা পুলিশ হাসিবুল হাসান (২৩) কে ১০ পিস ইয়াবাসহ, শাহীন (২১) কে ১শ’ গ্রাম গাঁজাসহ, শাকিল(২৬) কে ১৫ পিস ইয়াবাসহ, আনোয়ার হোসেন (৪০) কে ১০ গ্রাম হেরোইন, হারুন@হারুন অর রশিদ (২৫) কে ৫ গ্রাম হেরোইনসহ, আনারুল ইসলাম (৩০) কে ৬ গ্রাম হেরোইনসহ আটক করে।

কর্ণহার থানা পুলিশ ওসমান আলী (৪২) কে ১শ’ গ্রাম গাঁজাসহ আটক করে ও ডিবি পুলিশ আঃ লতিফ (৫০) কে ১২ পিস ইয়াবাসহ আটক করে। আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে এবং বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে