চাঁপাইনবাবগঞ্জে ৬২ জন দুস্থ মানুষকে আর্থিক অনুদান প্রদান
প্রকাশিত: মে ৭, ২০১৯; সময়: ৪:৫৬ pm |
খবর > আঞ্চলিক
নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জ সমাজ কল্যাণ পরিষদ হতে জেলার ৬৬ জন দুস্থ মানুষকে ১ লাখ ৭২ হাজার টাকা অনুদান প্রদান করা হয়েছে। মঙ্গলবার বেলা ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক এ জেড এম নূরুল হক এ অর্থ বিতরণ করেন।
এ উপলক্ষে জেলা প্রশাসন ও জেলা সমাজ সেবা অধিদফতর আলোচনা সভার আয়োজন করে। জেলা প্রশাসকের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন সিভিল সার্জন ডা. এসএফএম খায়রুল আতাতুর্ক, জেলা সমাজ সেবা অধিদফতরের সহকারী পরিচালক সিরাজুম মনির আফতাবী, জেলা সমাজ কল্যাণ পরিষদের সদস্য সিরাজুল ইসলাম।