টসে হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

প্রকাশিত: মে ৭, ২০১৯; সময়: ৩:৪৬ pm |
খবর > খেলা
টসে হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

পদ্মাটাইমস ডেস্ক : ত্রিদেশীয় সিরিজে নিজেদের প্রথম ম্যাচে টসভাগ্যটা সায় দেয়নি বাংলাদেশের পক্ষে। উড়তে থাজা ওয়েস্ট ইন্ডিজ টসে জিতে সিদ্ধান্ত নিয়েছে আগে ব্যাটিং করার। বাধ্য হয়েই আগে ফিল্ডিং করতে নামছে বাংলাদেশ ক্রিকেট দল।

নিজেদের প্রথম ম্যাচে স্বাগতিক আয়ারল্যান্ডে উড়িয়ে দিয়ে আত্মবিশ্বাসের তুঙ্গে রয়েছে ক্যারিবীয়রা। অন্যদিকে প্রস্তুতি ম্যাচে আয়ারল্যান্ড ‘এ’ দলের কাছে হেরে ঘুরে দাঁড়ানোর মিশনে রয়েছে বাংলাদেশ।

টাইগারদের বিপক্ষে এ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ দলে নেই আগের ম্যাচের সেঞ্চুরিয়ান ওপেনার জন ক্যাম্পবেল। তার পিঠের ব্যথায় একাদশে সুযোগ পেয়েছেন শেন ডাওরিচ। বাংলাদেশ দলে সুযোগ মেলেনি উইকেটরক্ষক ব্যাটসম্যান লিটন কুমার দাসের।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে