নাটোরে দুলু হত্যায় সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক, নাটোর : নাটোরের সিংড়ার দুলু হত্যা মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামী হাকিম প্রমানিক (৫৫) কে চৌদ্দ বছর পর গ্রেপ্তার করা হয়েছে। সোমবার র্যাব-৫ এর একটি দল তাকে সিংড়া উপজেলার ডাহিয়া এলাকা থেকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত হাকিম প্রামানিক গুরুদাসপুর উপজেলার যোগিন্দ্রনগর গ্রামের মৃত বইনুদ্দিনের ছেলে।
সিপিসি-২, র্যাব-৫ এর নাটোর ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পাণী কমান্ডার রাজিবুল আহসান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, হাকিম প্রমানিক ২০০৪ সালের ৩ ফেব্রুয়ারী সিংড়া উপজেলায় সংঘঠিত দুলু হত্যায় (মামলা নং-০১, তারিখ ০৩ ফেব্রুয়ারি ২০০৪, জিআর নং-২৫/০৪) যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী। হত্যাকান্ডের পর থেকে সে পলাতক ছিল। মামলার ৯ আসামাীর তিনজনকে ফাঁসির দন্ডাদেশ দেওয়া হয়। হাকিম সহ অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা দেয় আদালত। সাজাপ্রাপ্ত হাকিম প্রামানিক সিংড়া উপজেলার ডাহিয়া বাজারে অবস্থান করছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি দল সোমবার ওই এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত হাকিমকে পরে গুরুদাসপুর থানায় সোপর্দ করা হয়েছে বলে জানান তিনি।