রাজশাহীবাসীকে আজিজুল আলম বেন্টুর মাহে রমজানের শুভেচ্ছা

প্রকাশিত: মে ৬, ২০১৯; সময়: ৮:৫৮ pm |

নিজস্ব প্রতিবেদক : পবিত্র মাহে রমজান উপলক্ষে রাজশাহীবাসীসহ সবাইকে শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন নগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এবং পদ্মাটাইমস টোয়েন্টিফোর ডটকম এর প্রকাশক ও সিইও আজিজুল আলম বেন্টু। সোমবার বিকেলে এক বিবৃতিতে এ শুভেচ্ছা জানান তিনি।

রাজশাহীর বহুল প্রচারিত অনলাইন পত্রিকা পদ্মাটাইমসের প্রকাশক ও সিইও আজিজুল আলম বেন্টু বলেন, ‘সংযম ও সিয়াম সাধনার পবিত্র মাস মাহে রমজান বছর ঘুরে আমাদের মাঝে সমাগত। পবিত্র রমজান উপলক্ষে আমি রাজশাহীবাসীসহ দেশের মুসলিম উম্মাহকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানাচ্ছি।’

রমজানের প্রকৃত শিক্ষা ব্যক্তি ও সমাজ জীবনে প্রতিফলন এবং রমজানের পবিত্রতা রক্ষার জন্য সকলের প্রতি আহ্বান জানিয়ে আজিজুল আলম বেন্টু আরও বলেন, অশেষ রহমত-বরকত, মাগফেরাত ও নাজাতের পবিত্র রমজান মাসে ত্যাগ স্বীকারের মাধ্যমে আত্মার পরিশুদ্ধি ঘটে। মহান আল্লাহর নৈকট্যলাভ, শান্তি এবং ক্ষমা লাভের অপূর্ব সুযোগ এনে দেয় মাসটি। আমি পবিত্র রমজান মাস যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীব্যের মধ্য দিয়ে পালনের পাশাপাশি যাবতীয় হিংসা-বিদ্বেষ, লোভ-লালসা, অন্যায়-অবিচার ও সংঘাত পরিহার করে রমজানের প্রকৃত শিক্ষা ব্যক্তি ও সমাজ জীবনে প্রতিফলনের আহ্বান জানাই। সবাইকে মাহে রমজানের আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে