রাবির আলম হত্যার চেষ্টায় মামলা দায়ের

প্রকাশিত: মে ৬, ২০১৯; সময়: ৮:৪০ pm |

নিজস্ব প্রতিবেদক : রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দোকান ব্যবসায়ী নিজাম উদ্দীনকে স্থানীয় কুপিয়ে হত্য চেষ্টার ঘটনার প্রায় দেড় মাস পর মামলা দায়ের করেছে ভুক্তভোগী। গতকাল সোমবার দুপুরে ভ্যানে চড়ে এসে নগরীর বোয়ালিয়া থানায় মামলা দায়ের করেন তিনি। এর আগে দীর্ঘদিন ঢাকার পঙ্গু হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। টেন্ডন কেটে যাওয়ায় আবারো অপারেশন করতে হবে।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, পূর্ব শত্রতার জের ধরে গত ১৯/০৩/১৯ইং তারিখ সন্ধ্যায় মোবাইলফোনে নগরীর তালাইমারী গোলচত্বর আওয়ামী লীগ পার্টি অফিসে ডেকে নিয়ে তাকে হত্যার উদ্দেশ্যে উপুর্যপরি হামলা চালায়। এ সময় সে নিস্তেজ হয়ে পড়লে আসামিরা মৃত ভেবে পালিয়ে যায়।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। অবস্থা গুরুতর হওয়ায় তাকে ঢাকা পঙ্গু হাসপাতালে রেফার্ড করা হয়। বাদী এখনও গুরুতর অসুস্থ থাকায় তার পিতা, মামা, চাচা ও ভাইদের সহযোগিতায় ভ্যানে চড়ে বোয়ালিয়া থানায় মামলা দায়ের করে।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে