নাটোরে এসডিজি স্থায়ীকরন বিষয়ে কর্মশালা

প্রকাশিত: মে ৬, ২০১৯; সময়: ৮:০১ pm |
নাটোরে এসডিজি স্থায়ীকরন বিষয়ে কর্মশালা

নিজস্ব প্রতিবেদক, নাটোর : নাটোরে “স্থানীয় পর্যায়ে টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) বাস্তবায়ন” বিষয়ে এক কর্মশাল অনুষ্ঠিত হয়। সোমবার স্থানীয় একটি চাইনিজ রেস্তোরায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের গভর্নেন্স ইনোভেষন ইউনিট আয়োজিত দিনব্যাপী এই কর্মশালায় প্রধান অতিথি ছিলেন রাজশাহীর অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোঃ আনওয়ার হোসেন।

জেলা প্রশাসক মোঃ শাহরিয়াজের সভাপতিত্বে বিশেস অতিথি ছিলেন পুলিশ সুপার সাইফুল্লাহ আল মামুন,জেলা পরিষদ চেয়ারম্যান সাজেদুর রহমান খান ও নাটোর জজকোর্টের পিপি সিরাজুল ইসলাম।

কর্মশালায় অন্যান্যের মদ্যে উপস্থিত ছিলেন ডিডিএলজি গোলাম রাব্বী, অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব শরীফুন্নেসা,ডেপুটি কারেক্টর নেজারত অনিন্দ্য মন্ডল প্রমুখ। স্থানীয় পর্যায়ে এসডিজি অবহিতকরণ ও নাটোর মডেল এর আলোকে কর্মশালার মুল প্রবন্ধ পাঠ করেন রাজশাহী সমাজ সেবা অধিদপ্তরের পরিচালক ড. রাজ্জাকুল ইসলাম।

কর্মশালঅয় সরকারী কর্মকর্তা,জনপ্রতিনিধি,আইনজীবি ও সাংবাদিক সহ বিভিন্ন শ্রেণী পেশার একশ প্রতিনিধি অংশ নেন।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে