পত্নীতলায় প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত

প্রকাশিত: মে ৬, ২০১৯; সময়: ৭:৪৭ pm |
পত্নীতলায় প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, পত্নীতলা নওগাঁ : নওগাঁর পত্নীতলায় ‘ডিগনিটি এন্ড লিডারশীপ ডেভেলপমেন্ট অব ইথনিক মাইনোরিটি প্রজেক্ট’ বিষয়ক এক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসারের সভা কক্ষে দাতা সংস্থা মানুষের জন্য ফাউন্ডেশনের অর্থায়নে স্থানীয় বে-সরকারি উন্নয়ন সংগঠন বরেন্দ্রভূমি সমাজ উন্নয়ন সংস্থা (বিএসডিও) এই সভার আয়োজন করে। সভায় জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, সাংবাদিক, এনজিও প্রতিনিধি, ছাত্র-ছাত্রী ও আদিবাসী নেতৃবৃন্দসহ ৪০জন অংশগ্রহণ করেন।উপজেলা নির্বাহী অফিসার মো. শরিফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নব-নির্বাচিত উপজেলা চেয়ারম্যান আলহাজ মো. আব্দুল গাফফার । এ সময় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল আহাদ (রাহাত), মহিলা ভাইস চেয়ারম্যান খাতিজাতুল কোবরা, আদিবাসী নেত্রী দিনোমনি তিগ্যা, ব্রতীর প্রজেক্ট কো-অর্ডিনেটর বাবর আলী।

বিএসডিও’র প্রজেক্ট কো-অর্ডিনেটর আবু হেনা মোহাম্মদ ফিরোজের সঞ্চালনায় অনুষ্ঠিত অবহিতকরণ সভায় পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে প্রকল্পের লক্ষ্য,উদ্দেশ্য, কর্মকান্ড ও বাস্তবায়ন প্রক্রিয়া উপস্থাপন করেন বিএসডিও’র কর্মসূচী সমন্বয়ক মো. আতাউর রহমান। মুক্ত আলোচনায় মতামত প্রদান করেন আদিবাসী নেতা নরেন পাহান, উপজেলা মৎস্য কর্মকর্তা ইমরুল কায়েস, যুব উন্নয়ন দপ্তরের ফিল্ড সুপারভাইজার আবু হায়াত প্রমুখ।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
topউপরে