রিতু বিচারক হতে চায়
প্রকাশিত: ০৬-০৫-২০১৯, সময়: ১৮:২২ |
খবর > খবর / নতুন প্রজন্ম
নিজস্ব প্রতিবেদক : মুনিরা ইয়াসমিন রিতু এবার এসএসসি পরীক্ষায় মানবিক বিভাগ থেকে গোল্ডেল জিপিএ-৫ পেয়েছে। সে মুসলিম হাইস্কুলের আওতাধীন অক্ষর একাডেমীর ছাত্রী।
নওগাঁর মান্দা উপজেলার তেতুলিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও একরুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইদুর রহমান বকুল এবং গৃহিনী মেরিনা পারভীন রিনার দ্বিতীয় কন্যা মুনিরা ইয়াসমিন রিতু। সে ভবিষ্যতে উচ্চ শিক্ষিত হয়ে বিচারক হতে চায়। রিতুর জন্য সকালের দেয়া কামনা করেছেন তার বাবা-মা।