আত্রাইয়ে সরকারিভাবে গম ক্রয় কর্মসূচির শুভ উদ্বোধন
নিজস্ব প্রতিবেদক, আত্রাই : নওগাঁর আত্রাইয়ে সরকারিভাবে উপজেলা খাদ্য গুদামে গম ক্রয়ের শুভ উদ্ধোধন করা হয়েছে। সোমবার দুপুর ১২টার সময় উপজেলা খাদ্য গুদামে গম ক্রয়ের শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ ছানাউল ইসলাম।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ মোঃ এবাদুর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ বেগম, আত্রাই উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ নুরনবী, খাদ্য গোডাউন এর ভারপ্রাপ্ত কর্মকর্তা নুরুজ্জামান, সাহাগোলা ইউপি চেয়ারম্যান মোঃ শফিকুল ইসলাম বাবু, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক রবিউল ইসলাম চঞ্চল, আত্রাই প্রেসক্লাবের সভাপতি রুহুল আমিন, সাংগঠনিক সম্পাদক সাংবাদিক নাজমুল হক নাহিদ প্রমূখ।
চলতি বছর আত্রাই উপজেলায় ৪৪ মট্রিক টন গম সরাসরি কৃষকদের নিকট হতে ক্রয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। উদ্ধোধনী অনুষ্ঠানে উপজেলার মালিপুকুর গ্রামের কৃষক মোঃ নজরুল ইসলামের কাছ থেকে কৃষি কার্ডের মাধ্যমে ১ টন গম ক্রয়ের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সুচনা করা হয়।