পোরশা উপজেলা পরিষদের প্রথম সমন্বয় সভা

প্রকাশিত: মে ৬, ২০১৯; সময়: ২:০৩ pm |
পোরশা উপজেলা পরিষদের প্রথম সমন্বয় সভা

নিজস্ব প্রতিবেদক, পোরশা : পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনের পর পোরশা উপজেলা পরিষদের প্রথম সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল সোমবার। উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ শাহ্ মঞ্জুর মোরশেদ চৌধুরী।

ইউএনও নাজমুল হামিদ রেজার পরিচালনায় সভার পূর্বে নবনির্বাচিত উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ শাহ্ মঞ্জুর মোরশেদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান কাজিবুল ইসলাম এবং মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ বেগমকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানগণ ও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা দিয়ে বরণ করে নেয়া হয়।

সভায় নবনির্বাচিত জনপ্রতিনিধিগণ পোরশা উপজেলাকে মাদক ও সন্ত্রাসমুক্ত একটি মডেল উপজেলা হিসাবে গড়ে তোলার প্রত্যয় ব্যাক্ত করেন। এসময় তারা স্থানীয় প্রশাসন ও সাংবাদিকদের সহযোগীতা কামনা করেন।

এসময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সোহরাব হোসেন, শিক্ষা অফিসার সাফিয়া আখতার অপু, জনস্বাস্থ্য সহাকারী প্রকৌশলী মিলন কুমার, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক ফজলুল হক চৌধুরী, ছয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, প্রেসক্লারে সভাপতি হাবিবুর রহমান হাবিব, সাধারণ সম্পাদক এম রইচ উদ্দিন সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে