বরিশালে বাংলাদেশ ব্যাংকের আঞ্চলিক কার্যালয়ে আগুন

প্রকাশিত: মে ৬, ২০১৯; সময়: ১২:২৭ pm |

পদ্মাটাইমস ডেস্ক : বরিশালে বাংলাদেশ ব্যাংকের আঞ্চলিক কার্যালয়ে আগুন লেগেছে। সোমবার সকালে নগরের বগুড়া রোডস্থ ব্যাংকটির দ্বিতীয় তলায় কয়েন রাখার ভোল্টে আগুন লাগে।

বিষয়টি নিশ্চিত করে বরিশাল সদর ফায়ার স্টেশনের ওয়ারেন্ট অফিসার দেবাশীষ বিশ্বাস যুগান্তরকে জানান, সকাল ১০টা ১০ মিনিটে বাংলাদেশ ব্যাংকের আঞ্চলিক কার্যালয়ে অগ্নিকাণ্ডের খবর পান। তাৎক্ষণিক ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

আগুনের সূত্রপাত ও ক্ষতির হিসাব এখনও নিরুপণ করা সম্ভব হয়নি। পাশাপাশি এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বলে জানান তিনি।

এদিকে অগ্নিকাণ্ডের পর ব্যাংকের প্রবেশদ্বার আটকে দেয়ায় গ্রাহকরা বাইরে অবস্থান করছেন। দীর্ঘক্ষণ রোদে দাঁড়িয়ে থেকে অতিষ্ঠ তারা।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
topউপরে