পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে ২ রোহিঙ্গা নিহত

প্রকাশিত: মে ৬, ২০১৯; সময়: ১০:৩৬ am |
পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে ২ রোহিঙ্গা নিহত

পদ্মাটাইমস ডেস্ক : কক্সবাজারের টেকনাফে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুই রোহিঙ্গা নিহত হয়েছেন। রোববার সন্ধ্যায় হ্নীলার লেদা রোহিঙ্গা ক্যাম্প এলাকায় এ বন্দুকযুদ্ধ হয়।

নিহতরা হলেন- নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পের বাচা মিয়ার ছেলে মুহাম্মদ আলম (৩৫) ও জাদিমুড়া রোহিঙ্গা ক্যাম্পের আলী হোসেনের ছেলে মুহাম্মদ রফিক (২০)।

পুলিশের দাবি, নিহতরা মাদক কারবারির সঙ্গে জড়িত ছিলেন।

টেকনাফ থানার ওসি প্রদীপ কুমার দাশ জানান, আলম ও রফিক নামের দুই রোহিঙ্গাকে রোববার সন্ধ্যায় আটক করে পুলিশ। রাত ২টার দিকে লেদা ক্যাম্প এলাকায় ইয়াবা ও অস্ত্র উদ্ধারে গেলে পুলিশের উপস্থিতি টের পেয়ে ইয়াবা কারবারিরা গুলি করে। এ সময় পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায়।

পরে ঘটনাস্থল থেকে রফিক ও আলমের গুলিবিদ্ধ দেহ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় এসআই সাব্বির ও এসআই বাবুল আহত হয়েছেন বলে দাবি করেন ওসি।

তিনি জানান, ঘটনাস্থল থেকে দুই হাজার ২০০ ইয়াবা, দুটি এলজি, সাত রাউন্ড কার্তুজ ও প্রায় সাত লাখ টাকা জব্দ করেছে পুলিশ।

বন্দুকযুদ্ধের ঘটনায় মাদক ও অস্ত্র আইনে পৃথক মামলা হবে বলে ওসি প্রদীপ কুমার জানিয়েছেন।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
topউপরে