প্রধানমন্ত্রীর চোখের সফল অস্ত্রোপচার
প্রকাশিত: মে ৫, ২০১৯; সময়: ১০:২১ pm |
খবর > জাতীয় / শীর্ষ সংবাদ
পদ্মাটাইমস ডেস্ক : লন্ডনের মরফিল্ড চক্ষু হাসপাতালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার চোখের অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। শনিবার তার চোখে অস্ত্রোপচার করা হয়।
যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক রবিবার দুপুরে বলেন, প্রধানমন্ত্রীর চোখের অপারেশন সম্পন্ন হয়েছে। তিনি বর্তমানে চিকিৎসকদের তত্ত্বাবধানে আছেন।
প্রধানমন্ত্রী লন্ডনে দলীয় কোনও কর্মসূচিতে অংশ নেবেন কিনা জানতে চাইলে ফারুক বলেন, ‘প্রধানমন্ত্রী সময় দিলে অনুষ্ঠান হবে।’ এদিকে, যুক্তরাজ্য বিএনপি’র নেতাকর্মীরা রবিবার লন্ডন সময় দুপুর ১২টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত প্রধানমন্ত্রীর নামে বুকিং দেওয়া সেন্ট্রাল লন্ডনের তাজ হোটেলের সামনে বিক্ষোভ প্রদর্শন করেন।