এসএসসির ফলাফল জানাবে অ্যাডভান্স আইসিটি কেয়ার
নিজস্ব প্রতিবেদক : এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল জানাবে অ্যাডভান্স আইসিটি কেয়ার। আগামীকাল সোমবার (৬ মে) অনলাইনে ফলাফল প্রকাশিত হবার পর শিক্ষার্থীরা খুব সহজেই জানতে পারবে রেজাল্ট। রেজাল্ট জানতে কল করতে হবে অ্যাডভান্স আইসিটি কেয়ারের হটলাইন ০১৭৫৫-৭৭৪১৯৯ নম্বরে। এছাড়াও ৭ মে থেকে ১১ মে সকাল ১১ টা হতে রাত ৮টা পর্যন্ত রাজশাহীর মালোপাড়াস্থ অফিসে এসে অনলাইন রেজাল্টের প্রিন্ট কপি ফ্রিতে নিতে পারবে শিক্ষার্থীরা। এজন্য অবশ্যই এসএসসি রেজিস্ট্রেশন ও রোল নম্বর সাথে নিয়ে আসতে হবে।
শিক্ষা নগরী রাজশাহীতে স্বল্প খরচে আইসিটি পড়ার একমাত্র প্রতিষ্ঠান অ্যাডভান্স আইসিটি কেয়ারের ব্যাবস্থাপক জানান, বর্তমানে শিক্ষার্থীরা অনলাইনের মাধ্যমেই তাদের রেজাল্ট পেয়ে যায় খুব সহজেই, দেখা যায় অনলাইন সেবার দোকনগুলোতে শিক্ষার্থী ও অভিভাবকদের উপচে পড়া ভিড়, সবাই লাইন ধরে রেজাল্ট দেখে তাই শিক্ষার্থীদের সুবিধার্থে, দ্রুত ও খুব সহজেই ঘরে বসেই রেজাল্ট জানতে পারে সে জন্যেই এমন ব্যাবস্থা করেছে অ্যাডভান্স আইসিটি কেয়ার।
উল্লেখ্য, শিক্ষা নগরী রাজশাহীতে অ্যাডভান্স আইসিটি কেয়ার যাত্রা শুরু করে ২০১৮ সালের ১৩ এপ্রিল। এখানে এসএসসি ও এইচএসসি আইসিটি একাডেমিক কোর্স করানো হয়।