রাবির বঙ্গবন্ধু হলের নতুন প্রাধ্যক্ষ রওশন জাহিদ
প্রকাশিত: মে ৫, ২০১৯; সময়: ৮:০২ pm |
খবর > শিক্ষাঙ্গন
নিজস্ব প্রতিবেদক : রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের নতুন প্রাধ্যক্ষ হিসেবে যোগ দিয়েছেন ফোকলোর বিভাগের সহযোগী অধ্যাপক রওশন জাহিদ।
বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টরের দায়িত্ব পালন করে আসা জাহিদ রোববার দুপুরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়ে হলটির দায়িত্ব গ্রহণ করেন।
এর আগে বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এম আব্দুস সোবহান রওশন জাহিদকে নিয়োগ দেন।
দায়িত্ব গ্রহণের পর তিনি সাংবাদিকদের বলেন, “নতুন দায়িত্ব পেয়েছি, হলের সবাইকে নিয়েই কাজ করতে চাই। এজন্য সকলের সহযোগিতা চাই।”
তিনি ২০০৯ সালে বিশ্ববিদ্যালয়ের ফোকলোর বিভাগে প্রভাষক হিসেবে যোগদান করেন।