নাটোরে তামাক নিয়ন্ত্রণ নির্দেশিকা বাস্তবায়নে এডভোকেসি সভা
নিজস্ব প্রতিবেদক : নাটোরে তামাক নিয়ন্ত্রণ নির্দেশিকা বাস্তবায়নে বাজেটে বরাদ্দ ও ব্যয় শীর্ষক এডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার বিকাল সাড়ে ৫টার দিকে উন্নয়ন সংস্থা ‘এ্যাসোসিয়েশন ফর কম্যুনিটি ডেভেলপমেন্ট-এসিডি’র সহযোগিতায় ও নাটোর পৌরসভার আয়োজনে পৌর হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
পৌরসভার সচিব মির্জা সালাউদ্দীনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন- মেয়র উমা চৌধূরী। এসিডির প্রোগ্রাম অফিসার কৃষ্ণা রাণী বিশ্বাসের সঞ্চালনায় এসময় মূল বক্তব্য উপস্থাপন করেন এডভোকেসি অফিসার মো. শরিফুল ইসলাম শামীম। সভায় অন্যদের মধ্যে পৌরসভার প্যানেল মেয়র-১ আরিফুর রহমান, কাউন্সিলর কোহিনুর বেগম পান্না, ফরহাদ হোসেন, নান্নু শেখ, ইশতিয়াক আহমেদ, রোকনুজ্জামান, উপ-সহকারী প্রকৌশলী ফেরদৌস ইসলাম, বস্তি উন্নয়ন কর্মকর্তা নাজমা আক্তার, প্রশাসনিক কর্মকর্তা কাজী আবুল কালাম আজাদ প্রমুখ উপস্থিত ছিলেন।
সভায় মেয়র মেয়র উমা চৌধূরী বলেন, ‘নাটোর পৌর এলাকাকে শতভাগ ধূমপানমুক্ত করতে পৌরসভা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এরই অংশ হিসেবে ২০১৯-২০ অর্থবছরের বাজেটে তামাক নিয়ন্ত্রণ আইনের ওপর নির্র্দিষ্ট পরিমান বাজেট বরাদ্দ ও তা ব্যয়ের পরিকল্পনা করা হবে। ইতোমধ্যেই প্রত্যেক কাউন্সিলরকে জনগণ ও সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে গিয়ে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে উদ্বুদ্ধ করার জন্য নির্দেশনা দেয়া হয়েছে।’ এছাড়াও সকল প্রতিষ্ঠানে তামাক নিষিদ্ধকরণ সাইনেজ নিশ্চিতকরণসহ পাবলিক প্লেস ও পাবলিক পরিবহণে ধূমপান বন্ধে পৌর কর্তৃপক্ষ সর্বদা প্রস্তুত বলেও জানান পৌর মেয়র।