বাগমারায় ওসেডের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের বৃত্তি প্রদান
নিজস্ব প্রতিবেদক, বাগমারা : বাগমারার শ্রীপুর বেসরকারী উন্নয়ন সংস্থা ওসেডের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান উপলক্ষে রোববার সকাল সাড়ে ১০ টায় সংস্থার নিজস্ব কার্যালয়ে শ্রীপুরে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ওসেড সংস্থার প্রতিষ্ঠাতা ও শ্রীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মকবুল হোসেন মৃধার সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, ওসেড সংস্থার নির্বাহী পরিচালক সাইফুল ইসলাম মৃধা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাগমারা পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল জব্বার বিএসসি। সম্মনিত অতিথির বক্তব্য রাখেন বাগমারা কলেজের অধ্যক্ষ জিয়াউল আলম, বাগমারা প্রেসক্লাবের সভাপতি ইউসুফ আলী সরকার, প্রভাষক রেজাউল করিম, প্রভাষক এজিএম তোফাজ্জল হোসেন ও কৃতি শিক্ষার্থী ঈশিতা নাসরিন, ফারজানা আফরোজ, আব্দুস সাত্তার ।
অনুষ্ঠানে বিভিন্ন এলাকার শিক্ষার্থীদের অভিভাবক, সংস্থার কর্মকর্তা-কর্মচারী ছাড়াও গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। শেষে সংস্থার পক্ষ থেকে ১৩ জন কৃতি শিক্ষার্থীদের হাতে ১২ হাজার টাকার চেক তুৃলে দেওয়া হয়।
এছাড়া একই অনুষ্ঠানে সংস্থান নির্বাহী পরিচালক সাইফুল ইসলাম জানান, গত বছরও একই ভাবে ২৪ জন কৃতি শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তির চেক প্রদান করা হয়। এছাড়া আগামী বছর থেকে বাগমারা ডিগ্রি কলেজ ও বাগমারা পাইলট উচ্চ বিদ্যালয় থেকে যে সমস্ত শিক্ষার্থীরা জিপিএ ৫ অর্জন করবে তাদেরকেও এই শিক্ষা বৃত্তির আওতায় আনা হবে বলে সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে।