বামনগ্রাম গণকবর স্মৃতিসৌধ উদ্বোধন
নিজস্ব প্রতিবেদক, নন্দীগ্রাম : বগুড়ার নন্দীগ্রামে বামনগ্রাম গণকবর স্মৃতিসৌধ উদ্বোধন করা হয়েছে। রবিবার বেলা ১১টায় নন্দীগ্রাম উপজেলার ৩ নং ভাটরা ইউনিয়নের বামনগ্রাম গণকবর স্মৃতিসৌধ উদ্বোধন করেন বগুড়ার জেলা প্রশাসক ফয়েজ আহাম্মদ।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার শারমিন আখতার, ইউপি চেয়ারম্যান মোরশেদুল বারী, নন্দীগ্রাম প্রেস ক্লাবের সভাপতি নাজমুল হুদা, সাধারণ সম্পাদক মুনিরুজ্জামান, প্রচার ও প্রকাশনা সম্পাদক জিল্লুর রহমান রয়েল, ইউপি সদস্য মিজানুর রহমান মাসুম, জাহাঙ্গীর আলম জুয়েল ও উত্তম কুমার প্রমুখ।
জেলা প্রশাসক ফয়েজ আহাম্মদ স্থানীয়দের সাথে কথা বলেন এবং মুক্তিযুদ্ধে গণহত্যার কথা শুনে সমবেদনা জানায়। এরপর জেলা প্রশাসক ফয়েজ আহাম্মদ ৩ নং ভাটরা ইউনিয়ন পরিষদ, ইউনিয়ন ভূমি অফিস ও একটি সরকারী প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করে। এছাড়াও তিনি নন্দীগ্রাম থানা, উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় ও উপজেলা ভূমি অফিস পরিদর্শন করেছে।