পবায় হ্যান্ডবল টূর্ণামেন্টের পুরস্কার বিতরণ

প্রকাশিত: মে ৫, ২০১৯; সময়: ৪:৩২ pm |
পবায় হ্যান্ডবল টূর্ণামেন্টের পুরস্কার বিতরণ

নিজস্ব প্রতিবেদক : রাজশাহীর পবায় হ্যান্ডবল টূর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। রোববার দারুশা উচ্চ বিদ্যালয় মাঠে ফাইনাল খেলায় দারুশা স্পোর্টটিং ক্লাব ২-১ গোলে কেএইচ টিকর উচ্চ বিদ্যালয়কে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।

সচেতন সোসাইটির উদ্যোগে ও পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের সহযোগিতায় অনুষ্ঠিত টূর্ণামেন্টের পুরস্কার বিতরণীতে প্রধান অতিথি ছিলেন হুজুরীপাড়া ইউনিয়ন চেয়ারম্যান গোলাম মোস্তফা। দারুশা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সচেতন সোসাইটির সাঙস্কৃতিক ও ক্রীড়া কর্মসুচির ফোকাল পারসন আশিক হোসেন, প্রোগ্রাম অফিসার খায়রুল মতিন ও দারুশা উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম।

এই টূর্ণামেন্টে খেলা পরিচালনা করেন রাজশাহী জেলা স্টেডিয়ামের হ্যান্ডবল রেফারী রফিকুল হাসান তুষ্ট ও দারুশা উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক আব্দুল খালেক। খেলায় সাতটি দল অংশ নেয়।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
topউপরে