পাবনায় কলেজ ছাত্র হত্যার প্রতিবাদে মানববন্ধন

প্রকাশিত: মে ৫, ২০১৯; সময়: ৪:১২ pm |
পাবনায় কলেজ ছাত্র হত্যার প্রতিবাদে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক, পাবনা : পাবনায় কলেজ ছাত্র শৈশব সাহা হত্যার প্রতিবাদে ও দোষীদের গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবীতে বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও স্মারক লিপি প্রদান কর্মসূচী পালন করেছে নিহত শৈশবের সহপাঠী ও এলাকাবাসীরা। রবিবার সকালে শহরের রাধানগর এলাকা থেকে বিক্ষোভ মিছিলসহকারে এসে শহরের প্রধান সড়ক আব্দুল হামিদ রোড়ে প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচী পালন করে।

মানববন্ধন চলাকালে বক্তব্য দেন নিহত শৈশবের সহপাঠী আব্দুল্লাহ,বড় ভাই প্রদীপ কুমার সাহা মিল্টনসহ অনেকে। বক্তারা অবিলম্বে শৈশবের হত্যাকারীদের গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবী জানান। মানববন্ধন শেষে পাবনার পুলিশ সুপার বরাবর স্বারকলিপি প্রদান করেন।

উল্লেখ্য ১২ এপ্রিল বিকেলে পাবনার মালঞ্চি ইউনিয়নের হাড়িয়াবাড়ি এলাকায় শৈশব কে কুপিয়ে হত্যা করে সন্ত্রাসীরা।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে