পোরশায় বোরো ধান ও আমের ক্ষতির আশংকা
নিজস্ব প্রতিবেদক, পোরশা : ঘূর্ণিঝড় ফণীর প্রভাবে বয়ে যাওয়া ঝড়ে নওগাঁর পোরশায় বোরো ধানের ব্যাপক ক্ষতির আশংকা করছেন কৃষকরা। শনিবার একটানা বৃষ্টি ও বাতাসের কারণে ধান মাটিতে পড়ে গেছে। ফলে দীর্ঘ সময় ধরে বৃষ্টিপাতের কারণে মাঠের পাকা-আধাপাকা বোরো ধান নিয়ে শঙ্কায় পড়েছেন কৃষকরা। জমিতে বৃষ্টির পানি জমে যাওয়ায় অনেক ধান খেত তলিয়ে গেছে।
এ কারণে জমিতে পড়ে যাওয়া ধানে চারা গজে যেতে পারে। বৃষ্টির কারনে কিছু কৃষক মাঠে কেটে রাখা ধান ঘরে তুলতে পারেনি। একারণে কৃষকরা ক্ষতির পরিমান বেশি হবে বলে মনে করছেন। ইতো মধ্যে কৃষকরা ধান কাটা ও মাড়াই শুরু করেছিল। কিন্তু ঘূর্ণিঝড় ফণীর কারণে তা বন্ধ হয়ে গেছে। তবে নিচু বিল এলাকার জমির ধান কআটা-মাড়াইয়ে বিপাকে পড়তে পারেন বলে মনে করছেন তারা। উপজেলার ঘাটনগরের পাঁচড়াই, নিস্কিনপুর, মশিদপুরের দেউলিয়া ও নিতপুরের একাধীক কৃষকের সাথে কথা বললে তারা বলেন, ঝড়-বৃষ্টির কারনে বোরো ধানকাটা পিছিয়ে যেতে পারে ফলে শ্রমিক সংকটও দেখা দিতে পারে। এছাড়া শ্রমিকদের মজুরিও বেড়ে যাওয়ার শঙ্কা রয়েছে। এতে ধান নিয়ে চরম দুর্ভোগে পোহাতে হতে পারে বলে মরনে করছেন তারা।
অপরদিকে ফণীর প্রভাবে ঝড়ো হাওয়ায় মৌসুমী ফল আম ব্যাপক হারে ঝরে পড়ে গেছে। এতে আম চাষীরাও ক্ষতির আশংকা করছেন। বিভিন্ন বাগান ঘুরে প্রচুর পরিমানে আম পড়ে থাকতে দেখাগেছে।
উপজেলা কৃষি কর্মকর্তা মাহফুজ আলম জানান, কৃষকদের কথা গুলি সব ঠিক আছে তবে ধানের ফলন কম হবেনা। অপরদিকে বৃষ্টির কারনে আমের ফলন বাড়বে বলে তিনি মনে করছেন। ঝড়ের কারনে কিছু আম পড়ে গেলেও আমচাষীদের উপকার হয়েছে বলে তিনি জানান।