তিনজনকে হত্যার হুমকি জঙ্গিদের
পদ্মাটাইমস ডেস্ক : ইতিহাসবিদ অধ্যাপক মুনতাসির মামুন, ঘাতক দালাল নির্মূল কমিটির শাহরিয়ার কবির ও সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা সুলতানা কামালকে প্রাণনাশের হুমকি দেয়া হয়েছে। এদের মধ্যে জীবনের নিরাপত্তা চেয়ে শনিবার সন্ধ্যায় ধানমন্ডি থানায় সাধারণ ডায়েরি (জিডি নং- ১৭১) করেছেন সুলতানা কামাল। ধানমন্ডি থানার ওসি আব্দুল লতিফ পরিবর্তন ডটকমকে এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, সন্ধ্যায় সুলতানা কামাল নিজে এসে এই জিডি করেন। জিডিতে তিনি অভিযোগ করেন- লোনউলফ নামে একটি পত্রিকায় তাদের তিনজনকে প্রাণনাশের হুমকির খবর এসেছে। জিডির বিষয়টি ডিএমপির সাইবার ক্রাইম ইউনিটকে জানানো হয়েছে। তাদের নিরাপত্তার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হয়েছে বলেও জানান ওসি।
সুলতানা কামাল জিডিতে ইসলামের স্বার্থে তাদেরকে হত্যার হুমকি সম্বলিত স্ন্যাপশর্ট সংযুক্ত করেছেন। সেগুলো পুলিশ যাচাই-বাছাই করে দেখছে। এরপরই বলা সম্ভব হবে, ঠিক কারা সুলতানা কামালকে এই হুমকি দিয়েছে। চলতি বছরের মার্চেও টেলিগ্রামভিত্তিক অনলাইন ম্যাগাজিন লোনউলফে হত্যার জন্য টার্গেট হিসেবে আইন ও সালিস কেন্দ্রের (আশক) প্রধান সুলতানা কামালের নাম উল্লেখ করা হয়েছিল।
থানায় করা অভিযোগে বলা হয়, জঙ্গিগোষ্ঠী আইএসের মার্চ মাসে প্রকাশিত তাদের এক ম্যাগাজিনে উল্লেখ করেছে তারা বাংলাদেশের তিন বিশিষ্ট নাগরিককে হত্যা করতে চান, যাদের মধ্যে রয়েছে সুলতানা কামালের নামও। ছাড়াও জাতিসংঘসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থায় মানবাধিকার কর্মী হিসেবে সুলতানা কামালের নিরাপত্তায় বাংলাদেশ সরকার কী ব্যবস্থা নিয়েছে তা জানতে চাওয়া হয়েছে অভিযোগে ।
সুলতানা কামাল বলেন, ‘আমাদের তিনজনের প্রাণনাশের হুমকি এসেছে। থানায় জানানোর পর তারা প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছে।’