কলম্বোয় ফের হামলার আশঙ্কা, নিরাপত্তা জোরদার

প্রকাশিত: মে ৪, ২০১৯; সময়: ৫:৩৩ pm |
কলম্বোয় ফের হামলার আশঙ্কা, নিরাপত্তা জোরদার

পদ্মাটাইমস ডেস্ক : কলম্বোয় আবারও হামলা হতে পারে বলে আশঙ্কা করছে শ্রীলঙ্কা। এ নিয়ে সরকার ও প্রশাসনের পক্ষ থেকে সাধারণ নাগরিকদের সতর্ক করা হয়েছে। শ্রীলঙ্কা সরকার আশঙ্কা করছে, ইস্টার সানডেতে যারা সিরিজ হামলা করেছে তারা আবারও হামলা করতে পারে।

সাধারণ জনগণকে এ ব্যাপারে সতর্ক করে দিয়েছে শ্রীলঙ্কা প্রশাসন। গোয়েন্দা সূত্রের বরাত দিয়ে দেশটির পুলিশ জানিয়েছে, ৬ মের আগে বা পরে একই জঙ্গিগোষ্ঠী কলম্বোয় ফের হামলা চালাতে পারে। শহরটিতে প্রবেশের বিভিন্ন সেতু এই হামলার লক্ষ্য হতে পারে। খবর শ্রীলঙ্কান গণমাধ্যম ডেইলি মিররের।

এমন আশঙ্কার পর কলম্বোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। জঙ্গিদের খোঁজে অভিযান অব্যাহত রেখেছে শ্রীলঙ্কান নিরাপত্তারক্ষিরা।

গত ইস্টার সানডেতে কয়েকটি গির্জা ও হোটেলে সিরিজ বোমা হামলায় ২৫৩ জন নিহত হয়। তাদের মধ্যে বিদেশি ৪২ জন। ওই হামলায় নিজেদের গোয়েন্দা ব্যার্থতা ও সরকারের মধ্যে টানাপড়েনের কথা স্বীকার করে শ্রীলঙ্কা।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে