আবারো ঘনিষ্ঠতা বাড়ছে সালমান-ক্যাটরিনার!
পদ্মাটাইমস ডেস্ক : বলিউডের জনপ্রিয় অভিনেতা সালমান খান ও অভিনেত্রী ক্যাটরিনা কাইফের প্রেমের সবার জানা। এই দুই তারাকা চুটিয়ে প্রেম করলেও পরবর্তীতে ভেঙে যায় সেই সম্পর্ক। এরপরেও দর্শকরা এই জুটির রসায়ন থেকে বঞ্চিত হননি। ভক্তদের ভালোবাসায় বার বার জুটি হয়েছেন সালমান-ক্যাটরিনা। সেই ধারাবাহিকতায়া আবারো ‘ভারত’ নামের একটি ছবিতে অভিনয় করেছেন তারা।
সবকিছু ঠিকঠাক থাকলে আসছে ঈদে মুক্তি পাবে এই ছবিটি। এই ছবিটির শুটিং এর ফাঁকে গভীর রাতে সালমানের জন্মদিনে তার বাড়িতে হাজির হয়েছিলেন ক্যাটরিনা। এ থেকে ভক্তরা ধরেই নিয়েছিলেন হয়তো আবারো কাছাকাছি আসছেন সালমান-ক্যাটরিনা। তবে তাদের সম্পর্ক এখন কোন পর্যায়ে রয়েছে তা জানা যায়নি।
তবে এই জুটির ভক্তদের জন্য আরো একটি নতুন খবর হলো আবারো নতুন ছবিতে জুটি বাঁধছেন তারা। ‘ভারত’র পরিচালক আলী আব্বাস তার নতুন ছবি নির্মাণের ঘোষণা দিয়েছেন। সেখানে সালমান-ক্যাটরিনাকে জুটি হিসেবে দেখা যাবে। সব কিছু ঠিক থাকলে শিগগিরই শুরু হবে ‘এক থা টাইগার’ সিরিজের তৃতীয় সিক্যুয়ালের শুটিং শুরু হবে।
সম্প্রতি ভারতীয় গণমাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে আলী আব্বাস বলেন, আমার কাছে একটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ। আগে ভালো গল্প মাথায় আসতে হবে। আমি অত্যন্ত খুশি যে টাইগার জিন্দা হ্যায়-এর সিক্যুয়ালের জন্যে ভালো গল্প আমার মাথায় এসেছে। এই গল্প আরো এক ধাপ এগিয়ে নিয়ে যাবে টাইগার ফ্রাঞ্চাইজিকে। এরই মধ্যে ছবি নিয়ে আলী আব্বাস জাফর আলোচনা সেরে ফেলেছেন সালমান খান ও প্রযোজক আদিত্য চোপড়ার সঙ্গেও। এখন শুধু লাইট ক্যামেরা অ্যাকশন বলা বাকি।