শিবগঞ্জে স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ কার্যক্রমের উদ্বোধন

প্রকাশিত: মে ৪, ২০১৯; সময়: ২:৪৬ pm |

নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : আমের রাজধানী চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। শনিবার শিবগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে উপস্থিত থেকে স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ করেন, প্রধান অতিথি ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল এমপি।

উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, চৌধুরী রওশন ইসলাম। বিশেষ অতিথি ছিলেন, রাজশাহী অঞ্চলের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ফরিদুল ইসলাম, পৌর মেয়র এ আর এম আজরী মোহা. কারীবুল হক রাজিন, ওসি তদন্ত আতিকুল ইসলামসহ স্থানীয় সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

পরে নাগরিকদের হাতে নতুন স্মার্ট জাতীয় পরিচয়পত্র তুলে দেন অতিথিবৃন্দ।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে