ফণীর প্রভাবে রাজশাহীতে সকাল থেকেই বৃষ্টি
নিজস্ব প্রতিবেদক : ঘূর্ণিঝড় ফণীর প্রভাবে সারাদেশে বৃষ্টি হচ্ছে। এর প্রভাব রাজশাহীতেও পড়েছে। সকাল থেকেই বাতাসের সাথে মেঘ আর রোদের লুকোচুরি চলেছে। মাঝে মধ্যে রোদ উঠলেও দুপুর ১২টার পর হতেই আকাশে গাঢ় মেঘ জমতে থাকে। এরপর থেকে থেমে থেমে হালকা ও ভারি বৃষ্টি অব্যাহত রয়েছে।
সারাদিন আবহাওয়া বৃষ্টিময় থাকায় সাধারণ মানুষকে একান্ত কোন প্রয়োজন ছাড়া বাসা হতে বের হতে দেখা যায়নি।
রাজশাহী আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মান্নান গণমাধ্যমকে বলেন, সকাল থেকে রাজশাহী অঞ্চলের কোথাও কোথাও ভারি ও মাঝারি বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। তিনি আরও জানান, সন্ধ্যা নাগাদ ফণী খুলনায় আঘাত হানার সম্ববনা রয়েছে। আর রাতে সাতক্ষীরা, খুলনা, রাজশাহী ও রংপুর বিভাগ অতিক্রম করবে।
রাজশাহী আবহাওয়া অফিসের পর্যবেক্ষক আব্দুস সালাম জানান, আজ রাজশাহীতে ৬ মি.মি. বৃষ্টিপাত হয়েছে। এটি রাতে বেড়ে ৫০ মি.মি. হতে পারে।
তিনি আরও বলেন, শুক্রবার মধ্যরাতে বাংলাদেশের উপকূলে আছড়ে পড়বে ফণী। এর প্রভাব থাকতে পারে দুদিন। যে কারণে শুক্রবার সারারাত ও শনিবার দিনভর বৃষ্টির আশঙ্কা করা হচ্ছে।
রাজশাহীতেও ফণী নিয়ে পর্যাপ্ত সতর্কতা অবলম্বন করা হচ্ছে। এ নিয়ে বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। সেখানে এ ব্যাপারে সবাইকে প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন সভার সভাপতি জেলা প্রশাসক এসএম আবদুল কাদের।