ফণি: ম্যাচ বাতিল, যুগ্ম চ্যাম্পিয়ন বাংলাদেশ ও লাওস
পদ্মাটাইমস ডেস্ক : ঘূর্ণিঝড় ফণির প্রভাবের কারণে দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় বঙ্গমাতা অনূর্ধ্ব-১৯ আন্তর্জাতিক গোল্ড কাপের ফাইনাল ম্যাচ বাতিল করা হয়েছে। দুই ফাইনালিস্ট বাংলাদেশ ও লাওসকে যুগ্ম চ্যাম্পিয়ন ঘোষণা করেছে আয়োজকরা।
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শুক্রবার সন্ধ্যা ছয়টায় ম্যাচটি শুরু হওয়ার কথা ছিল। সে সময় আবহাওয়া খেলার উপযোগী থাকলেও ফণির কারণে কোনো ঝুঁকি নিতে চায়নি বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।
বাফুফে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, ফাইনাল আয়োজনের সকল প্রস্তুতিই সম্পন্ন হয়ে গিয়েছিল। কিন্তু ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ ফণির কারণে দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় ‘লোকাল অর্গানাইজিং কমিটি’ ও টুর্নামেন্ট কমিটি’ কর্তৃক সর্বসম্মতিক্রমে গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী ম্যাচটি বাতিল করা হয়েছে। এ জন্য ফেডারেশনের পক্ষ থেকে সকলের কাছে আন্তরিকভাবে দুঃখও প্রকাশ করা হয়েছে।
যুগ্ম চ্যাম্পিয়ন হওয়ায় প্রাইজমানি হিসেবে বাংলাদেশ ও লাওস দুই দলকেই ২০ হাজার মার্কিন ডলার করে দেওয়া হয়েছে। পাশাপাশি দেওয়া হয়েছে ট্রফি। তিনটি করে ম্যাচ জিতে দুই দলই অপরাজিত থেকে ফাইনালে উঠেছিল। ফাইনালে তাই দুই দলের রোমাঞ্চকর এক লড়াই দেখার অপেক্ষায় ছিল ফুটবলপ্রেমীরা। কিন্তু তাদের সেই রোমাঞ্চে বাদ সাধল ঘূর্ণিঝড় ফণি।
উত্তর বঙ্গোপসাগরে গত ২৭ এপ্রিল ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার পাঁচ দিন পর শুক্রবার সকালে ভারতের ওড়িশা উপকূলে আঘাত হানে ফণি। শুক্রবার মধ্যরাতের দিকে এটি বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে পৌঁছাতে পারে।