আল্লাহ’র করুণা কামনায় রাজশাহীর মসজিদে মসজিদে দোয়া
নিজস্ব প্রতিবেদক : প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড় ফণীর প্রভাব থেকে দেশ ও দেশের মানুষের জানমালের হেফাজতের জন্য রাজশাহীর মসজিদে মসজিদে দোয়া অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দুপুরে জুমার নামাজের পর মসজিদগুলোতে আল্লাহর দরবারে বিশেষ দোয়া করা হয়। দোয়ায় মহান আল্লাহ’র করুণা কামনা করা হয়।
জুমার দুই রাকাত নামাজ আদায়ের পর দু’হাত তুলে মহান আল্লাহর কাছে দোয়া করেন ধর্মপ্রাণ মানুষেরা। এ সময় ঘূর্ণিঝড় ফণীর কবল থেকে রাজশাহী ও গোটা উত্তরাঞ্চলসহ দেশের সমুদ্র সৈকত উপকূল, নদীবন্দর ও স্থলভাগ সুরক্ষিত রাখার জন্য আল্লাহর দরবারে ফরিয়াদ জানান ইমাম-মুসল্লিরা।
এদিকে ঘূর্ণিঝড় ফণীর প্রভাবে শুক্রবার জুমার নামাজের পর থেকে রাজশাহীর আকাশে কালো মেঘ জমেছে। দুপুর পৌনে দুইটা থেকে রাজশাহী মহানগরী ও এর আশপাশের এলাকায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হয়েছে। সঙ্গে বয়ে যাচ্ছে বাতাস। এছাড়া সকাল ১০টার পরও এক পশলা বৃষ্টি হয়েছে। ওই সময় ১৫ মিনিটে শূন্য দশমিক ৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে রাজশাহী আবহাওয়া কার্যালয়।
এর আগে বৃহস্পতিবার মসজিদে মসজিদে দোয়া করার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশবাসীর প্রতি আহ্বান জানান। তার এ আহ্বানের কথা জানিয়েছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান। প্রধানমন্ত্রীর এই আহ্বানেই রাজশাহীর মসজিদগুলোতে দোয়া হয়েছে।
এদিকে ঘূর্ণিঝড় ‘ফণী’ শুক্রবার ভারতের উড়িষ্যা উপকূলে আঘাত হেনেছে। ভারতের পশ্চিমবঙ্গ হয়ে এর কেন্দ্র উত্তরের জেলা রাজশাহী ও রংপুর বিভাগ হয়ে আবার ভারতে যাওয়ার কথা রয়েছে। তবে দীর্ঘ পথ পাড়ি দিয়ে আসার কারণে এর বাতাসের গতিবেগ কমে আসবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।