রাজশাহীতে কখন আসছে ‘ফণী’
নিজস্ব প্রতিবেদক : বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘ফণী’ এরই মধ্যে ভারতের উড়িষ্যা রাজ্যে আঘাত হেনেছে। শুক্রবার সকাল পৌনে ৯টার দিকে ওই রাজ্যের পুরী ও গোপালপুরে আছড়ে পড়ে ঘূর্ণিঝড়টি। এতে কমপক্ষে ১০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
সেখান থেকে পশ্চিমবঙ্গের দিকে অগ্রসর হচ্ছে ‘ফণী’। শেষ পর্যন্ত গতিপথ ঠিক থাকলে ‘ফণী’র মূল কেন্দ্র শুক্রবার মধ্যরাতে খুলনার উপকূলে আঘাত হানতে পরে। ইতোমধ্যেই ফণীর অগ্রভাগ খুলনা এলাকার কাছাকাছি চলে এসেছে। সেটি রাজশাহী ও রংপুর দিয়ে বাংলাদেশ অতিক্রম করতে পারে। আবহাওয়ার পূর্বাভাস অন্তত তাই বলছে।
রাজশাহী আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মান্নান বলেন, ইতোমধ্যেই ফণীর প্রভাবে রাজশাহীতে মাঝে মধ্যে ভারি সৃষ্টি হচ্ছে। ধারণা করা হচ্ছে শনিবার সকাল নাগাদ থেকে রাজশাহী উপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এছাড়াও ভারি বর্ষনের সম্ভাবনা রয়েছে। তবে গতিপথ পরিবর্তন না হলে ফণীর মূল কেন্দ্র রাজশাহী অঞ্চলের উপর দিয়ে অতিক্রম করতে পারে শনিবার দুপুর নাগাদ।
তিনি আরও বলেন, এটির গতপথ পরিবর্তনও হতে পারে। সব শেষ পাওয়া তথ্য অনুযায়ী শুক্রবার মধ্যরাতে বাংলাদেশের উপকূলে আছড়ে পড়বে ফণী। এর প্রভাব থাকতে পারে দুদিন। যে কারণে শুক্রবার সারারাত ও শনিবার দিনভর বৃষ্টির আশঙ্কা করা হচ্ছে।