বাগমারাবাসীকে সতর্ক থাকার আহবান এমপির

প্রকাশিত: মে ৩, ২০১৯; সময়: ২:৫২ pm |
বাগমারাবাসীকে সতর্ক থাকার আহবান এমপির

নিজস্ব প্রতিবেদক : শুক্রবার সন্ধ্যা নাগাদ বাংলাদেশে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় ফণী। এর প্রভাবে সারারাত ঘূর্ণিঝড়ের কবলে থাকবে বাংলাদেশ।

এমতাবস্থায় আতংকিত না হয়ে জানমালের নিরাপত্তা রক্ষায় বাগমারাবাসীকে সতর্ক থাকার আহবান জানিয়েছেন রাজশাহী-৪ আসনের সংসদ সদস্য প্রকৌশলী এনামুল হক। একই সঙ্গে দুর্যোগ মোকাবেলায় পরামর্শ অনুসরণ করার জন্য জনসাধারণকে অনুরোধ জানিয়েছেন।

পরামর্শগুলো হলো- বাসায় খাবার পানি ও অন্যান্য শুকনো খাবার সংরক্ষণ করা, কাঁচা ঘর ও ঝুঁকিপূর্ণ বাড়িঘর ছেড়ে নিকটস্থ ইউপি, স্কুল বা কলেজের দালান ঘরে আশ্রয় নেয়া, বড় গাছপালার নিচে আশ্রয় না নেয়া, এবং সর্বশেষ তথ্য জানতে কিংবা দূর্যোগ সম্পর্কিত যেকোনো সহযোগিতায় কন্ট্রোল রুমের ০৭২২২৫৬১২৫ অথবা ০১৭৩০৮৩৪০৯৪ নম্বরে যোগাযোগ করা।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
topউপরে