রাজশাহীতে ট্রেনের টিকিট কালোবাজারির অর্থদন্ড
নিজস্ব প্রতিবেদক : রাজশাহীতে রবিন পারভেজ (২৮) নামে ট্রেনের টিকিট কালোবাজারিকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২০০ টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে তাকে নগরীর হোটেল ডালাস থেকে আটক করে পুলিশে দেয় স্থানীয়রা। পরে তাকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়।
আটক রবিন পারভেজ নগরীর ১৯ নম্বর ওয়ার্ড আসাম কলোনীর মৃত খলিলুর শেখের ছেলে।
বোয়ালিয়া থানার ওসি আমান উল্লাহ জানান, সন্ধ্যা ৭টার দিকে রবিন হোটেল ডালাসে ২টি ট্রেনের টিকিট বিক্রি করতে গেলে স্থানীয়রা তাকে হাতেনাতে ধরে পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে তাকে আটক করে নির্বাহী ম্যাজিস্ট্রেট রাফে মোহম্মদের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতে হাজি করে। সেখানে দোষ স্বীকার করায় ভ্রাম্যমাণ আদালত তার ২০০ টাকা জরিমানা ও দুইটি টিকেট বাজেয়াপ্ত করার আদেশ দেন। টিকেটটি ৪ মে এর পদ্মা এক্সপ্রেস বিকাল ৪টার। টিকেট নম্বার ঘ ৫৮ ও ৫৯ নম্বর টিকেট।