মোহনপুরে কলেজ শিক্ষক সমিতির বিক্ষোভ
প্রকাশিত: মে ২, ২০১৯; সময়: ১০:২৩ pm |
খবর > রাজশাহী
নিজস্ব প্রতিবেদক, মোহনপুর : জাতীয় শিক্ষক-কর্মচারী সমিতির ফেডারেশন রাজশাহীর মোহনপুর উপজেলা আয়োজনে বেসরকারি শিক্ষক- কর্মচারী কল্যাণ ট্রাস্ট ও অবসর সুবিধা বোর্ডের অতিরিক্ত ৪% টাকা কর্তন ও অবিলম্বে প্রত্যাহারসহ ৫ দফা দাবী আদায়ের লক্ষ্যে বৃহস্পতিবার বেলা ১১টায় বিক্ষোভ সমাবেশ শেষে উপজেলা কেন্দ্রীয় স্মৃতিসৌধে পথ সভা অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন, রাজশাহী জেলা কলেজ শিক্ষক সমিতির সহ-সাধারণ সম্পাদক অধ্যাপক আশরাফুল ইসলাম সুলতান, উপজেলা কলেজ শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক, কে এম কামরুজ্জামান, অধ্যক্ষ গিয়াস উদ্দিন, অধ্যক্ষ তাজরুল ইসলাম, অধ্যাপক রফিকুল ইসলাম,মফিজ উদ্দিন শহিদুল ইসলাম প্রমুখ।