চারঘাটে ‘ফণী’ দুর্যোগ মোকাবেলা প্রস্তুতি সভা
নিজস্ব প্রতিবেদক, চারঘাট : রাজশাহীর বাংলাদেশে শক্তিশালী ঘূর্নিঝড়ে আঘাত আনতে ফণী দূর্যোগ মোকাবেলায় লক্ষে চারঘাট উপজেলা প্রশাসন আয়োজনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত। বৃহস্পতিবার বিকেলে উপজেলা সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ নাজমুল হকের সভাপতিত্বে এ সভায় বক্তব্য রাখেন, রাজশাহী অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আলমগীর কবির।
এসময় উপস্থিত ছিলেন, সদস্য সচিব উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এস,এম শামীম আহম্মেদ, উপজেলা কৃষি কর্মকর্তা মনজুর রহমান, ইউসুফপুর ইউপি চেয়ারম্যান শফিউল আলম রতনসহ বিভিন্ন ইউনিয়নের জনপ্রতিনিধি ও সাংবাদিকবৃন্দ।
উপজেলার ৬টি ইউনিয়ন ও একটি পৌরসভায় মাইকিং মাধ্যমে জনসচেতনতা করা, শুকনা খাবার মজুত রাখা, মসজিদে মসজিদে খুদবা পাঠ করা ও কোন রাস্তায় ঝড়ে গাছপালা পড়লে দ্রুতগতিতে টিমের মাধ্যমে সড়িয়ে ফেলাসহ উপজেলা কন্টোররুমের এ নাম্বারে ০৭২২৩৫৬১১৪ বা ০১৭০০৭১৬৯৪০ সংবাদের মাধ্যমে সকলকে সহযোগিতার আহবান জানান ইউএনও মুহাম্মদ নাজমুল হক।