আরএমপির অভিযানে মাদক উদ্ধারসহ গ্রেপ্তার ৫৩
নিজস্ব প্রতিবেদক : রাজশাহী মহানগর মেট্রোপলিটন পুলিশের অভিযানে মাদকদ্রব্য উদ্ধারসহ ৫৩ জন কে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদর) মোঃ গোলাম রুহুল কুদ্দুস এক প্রেস বিঞ্জপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন।
প্রেস বিঞ্জপ্তিতে বলা হয়েছে, গত ১ মে বুধবার থেকে বৃহস্পতিবার বিকেল পর্যন্ত রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অভিযানে মোট ৫৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রাজশাহী মহানগরীর থানা ও ডিবি পুলিশ মহানগরীর বিভিন্নস্থানে অভিযান চালিয়ে বোয়ালিয়া মডেল থানায় ১২ জন, রাজপাড়া থানায় ০৮ জন, চন্দ্রিমা থানায় ০২ জন, মতিহার থানায় ০৯ জন, কাটাখালি থানায় ০১ জন, বেলপুকুর থানায় ০১ জন, শাহমখদুম থানায় ০২ জন, এয়ারপোর্ট থানায় ০১ জন, পবা থানায় ০৪ জন, কাশিয়াডাঙ্গা থানায় ০৩ জন, কর্ণহার থানায় ০৬ জন, দামকুড়া থানায় ০২ জন ও ডিবি পুলিশ ০২ জনকে আটক করে। গ্রেপ্তার কৃত দের মধ্যে ১১ জন ওয়ারেন্টভূক্ত আসামী, ১৩ জনকে মাদকদ্রব্যসহ ও অন্যান্য অপরাধে ২৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তার কৃতরা হলেন, বোয়ালিয়া মডেল থানা পুলিশ (১) মোঃ সাইদুল ইসলাম (৪৮) কে ১৪৬ পিস ইয়াবাসহ আটক করে, (২) মোঃ রতন (২৫) কে ০৪ গ্রাম হেরোইনসহ আটক করে, (৩) মোঃ আবির (২১) কে ১১ পিস ইয়াবাসহ আটক করে। রাজপাড়া থানা পুলিশ (১) মোঃ শাহীন (৩৫) কে ৫০ গ্রাম গাঁজাসহ আটক করে। কাটাখালি থানা পুলিশ (১) মোঃ বরজাহান আলীকে ১২ পিস ইয়াবাসহ আটক করে। বেলপুকুর থানা পুলিশ (১) রনি আহম্মেদ (২০) কে ১০ পিস ইয়াবাসহ আটক করে। পবা থানা পুলিশ (১) মোঃ ইসলাম (৪০) কে ০৭ লিটার মদসহ আটক করে, (২) মোঃ সোহেল (২৫), (৩) নয়ন (২৫), (৪) মোঃ বিপ¬ব (৪০) দেরকে ২০ পিস ইয়াবাসহ আটক করে। কাশিয়াডাঙ্গা থানা পুলিশ (১) মোঃ আমিন(৩০), (২) মোঃ শুভ (২৯) দ্বয়কে ১৫০ বোতল ফেন্সিডিলসহ আটক করে ও ডিবি পুলিশ (১) মোঃ নুরুল ইসলাম (২৫) কে ২০ পিস ইয়াবাসহ আটক করে। আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে এবং বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। রাজশাহী মেট্রোপলিটন পুলিশের বিশেষ অভিযান অব্যহত রয়েছে।