রাবিস্থ পবা উপজেলার শিক্ষার্থীদের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা
নিজস্ব প্রতিবেদক : রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পবা উপজেলার শিক্ষার্থীদের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে রাবি’র পবা উপজেলা ছাত্র কল্যাণ সমিতির আয়োজনে এ নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
রাজশাহী বিশ্ববিদ্যালয় পবা উপজেলা ছাত্র কল্যাণ সমিতির সভাপতি হাসান আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন রাবি উপ-উপাচার্য অধ্যাপক ড. আনন্দ কুমার সাহা। প্রধান অতিথি ছিলেন রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য আয়েন উদ্দিন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাবি হিসাব পরিচালক আফসার আলী, ড. মিজানুর রহমান, ড. মতিউর রহমান, ড. এলিনা আক্তার পলি, ড. হোসনে আরা খানম, রাবি শাখার ছাত্রলীগ সভাপতি গোলাম কিবরিয়া, সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ রুনু, রাজশাহী জেলা ছাত্রলীগ সাবেক সাধারণ সম্পাদক ওমর ফারুক ফারদিন, পবা উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক তফিকুল ইসলাম, ছাত্রলীগ সভাপতি ফরিদুল ইসলাম রাজু, পবা উপজেলা প্রেসক্লাবের সভাপতি কাজী নাজমুল ইসলাম ও সাধারণ সম্পাদক সরকার দুলাল মাহবুব।
অনুষ্ঠঅন পরিচালনা করেন রাবি’র পবা উপজেলা ছাত্র কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক আকিব ইমাম রাসেল ও সাংগঠনিক সম্পাদক নাহিদ হাসান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাবিতে অধ্যায়নরত পবা উপজেলার শিক্ষার্থীবৃন্দ।